এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক কি এবং কেন? | What is Excise Duty and Why is it Important?

 
এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক কি এবং কেন? | What is Excise Duty and Why is it Important?

এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক একটি পরোক্ষ ট্যাক্স। সাধারণত ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত গ্রাহকদের হিসাব থেকে এই শুল্ক আদায় করা হয়। তবে এক্সাইজ ডিউটি অনেক গ্রাহক ব্যাংক চার্জ মনে করে ভুল করেন। আসলে এটি মোটেই ব্যাংক কর্তৃক আরোপিত কোন চার্জ নয় বরং এটি সম্পূর্ণভাবে সরকার কর্তৃক আরোপিত এক ধরনের ‘কর’।

বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুসারে বাংলাদেশে পরিচালিত সমস্ত ব্যাংক ব্যাংকের কাছে থাকা একজন গ্রাহকের প্রতিটি অ্যাকাউন্ট (সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ/ক্রেডিট কার্ড বা অন্যান্য অ্যাকাউন্ট) থেকে আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি কাটতে বাধ্য। এই চার্জটি প্রতি বছর ডিসেম্বর ক্লোজিং শেষ হবার পর গ্রাহকের প্রতিটি হিসাবে নির্দিষ্ট পরিমান ব্যালেন্সের উপর ভিত্তি করে এই ফি পরোক্ষভাবে আদায় করা হয়। সাধারণভাবে এই কর মওকুফের কোন সুযোগ নেই।

তবে প্রতি ক্যালেন্ডার বছরে সংশ্লিষ্ট ব্যাংক একাউন্ট, মেয়াদী ডিপোজিট, লোন ও ক্রেডিট কার্ড সহ অন্যান্য আপ প্রযোজ্য স্কিমে কোনো একটা সময়ের ব্যালেন্স বা স্থিতি যদি একটি নির্দিষ্ট সীমা স্পর্শ করে, তাহলেই একটি নির্দিষ্ট পরিমাণ (প্রযোজ্য হার অনুযায়ী)।

এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক আপনার একাউন্ট হতে কর্তন করা হয়ে যাবে। অর্থাৎ একজন গ্রাহকের সারা বছরের লেনদেন এর উপর ভিত্তি করে এটি কর্তন করা হয়। তবে সারা বছরে যদি উক্ত গ্রাহকের একাউন্টের ব্যালেন্স ১ লক্ষ টাকার নিচে থাকে, তাহলে প্রচলিত নির্দেশনা অনুযায়ী কোনো আবগারি শুল্ক কর্তন করা হবে না। যদি উক্ত গ্রাহকের একাউন্টের ব্যালেন্স সারা বছরে ১ লক্ষ টাকা বা তার উপরে থাকে তাহলে নিম্ন বর্ণিত হারে এই ফি আদায় করা হবে।

বাৎসরিক ব্যালেন্স এর উপর ভিত্তি করে আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি চার্জ প্রযোজ্য হার:

১। ০ হতে ১,০০,০০০/- টাকা পর্যন্ত ০

২। ১,০০,০০১/- হতে ৫,০০,০০০/- টাকা পর্যন্ত ১৫০/-

৩। ৫,০০,০০১/- হতে ১০,০০,০০০/- লক্ষ টাকা পর্যন্ত ৫০০/-

৪। ১০,০০,০০১/- হতে ১,০০,০০,০০০/- লক্ষ টাকা পর্যন্ত ৩০০০/-

৫। ১,০০,০০,০০১/- হতে ৫,০০,০০,০০০/-লক্ষ টাকা পর্যন্ত ১৫,০০০/- এবং

৬। ৫,০০,০০,০০১/- হতে তদুর্ধ্ব যেকোনো পরিমাণের জন্য ৪০,০০০/- টাকা।

(গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর অর্থ মন্ত্রণালয় এর অভ্যন্তরীণ সম্পদ বিভাগ হতে আবগারি শুল্ক বিষয়ক সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন এস.আর.ও.নং-১৪৩-আইন/২০২০/১০৪-আবগারি, তারিখঃ ১১.০৬.২০২০)

* উক্ত ফি ১ জুলাই ২০২০ থেকে কার্যকর।

বিশেষ দ্রষ্টব্য: সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেকোনো সময় এই চার্জ অথবা যেকোন নীতিতে পরিবর্তন আনতে পারেন।

নবীনতর পূর্বতন