ব্যাংক রাউটিং নাম্বার কি? | What is a Bank Routing Number?

ব্যাংক রাউটিং নাম্বার কি? | What is a Bank Routing Number?

ব্যাংক রাউটিং নাম্বার হলো ৯ ডিজিটের এমন একটি ইউনিক নিউমেরিক কোড যা যেকেন ব্যাংকের নির্দিষ্ট একটি শাখা কে চিহ্নিত করে। প্রতিটি ব্যাংকের প্রত্যেকটি শাখার জন্য স্বতন্ত্র রাউটিং নম্বর রয়েছে। তবে রাউটিং নাম্বার কেবল মূল শাখার জন্য হয়ে থাকে। একটি শাখার অধীনে একাধিক উপশাখা থাকলেও উপ-শাখার জন্য আলাদা কোনো রাউটিং নম্বর হয় না, মূল শাখার রাউটিং নাম্বারই উপ-শাখার রাউটিং নাম্বার হয়।

রাউটিং নাম্বার জানার উপায়:

আপনার পরিচালিত ব্যাংক হিসেবে রাউটিং নম্বর জানতে নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন: 

কল সেন্টার: সংশ্লিষ্ট ব্যাংকের কল সেন্টার বা গ্রাহক সেবা কেন্দ্রের নম্বরে যোগাযোগ করে রাউটিং নম্বর জেনে নিতে পারবেন। আপনার ব্যাংকের কল সেন্টারে তথ্য পেতে এখানে ক্লিক করুন....

এমআইসিআর চেকবই: রাউটিং নম্বর সাধারণত ব্যাংক চেকের পাতায়, চেক নম্বর এর বাম পাশে ৯ ডিজিটের ব্যাংক রাউটিং নম্বর মুদ্রিত থাকে। এমআইসিআর (ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডেবল) চেকের পাতায় যথারীতি বাম দিকে উপরের অংশ বরাবর ৯ ডিজিটের রাউটিং নম্বরটি মুদ্রিত থাকার পাশাপাশী চেকোর পাতার সিগনেচার লাইনের নিচে অ্যাকাউন্ট নম্বর, চেক নম্বরের পাশাপাশি রাউটিং নাম্বারটিও মুদ্রিত থাকে।

শাখা বা উপ শাখা: সংশ্লিষ্ট ব্যাংকের নিকটস্থ শাখা বা উপ শাখা ভিজিট করে রাউটিং নম্বর সম্পর্কিত তথ্য পেয়ে যেতে পারেন সহজেই।

রাউটিং নাম্বারের ব্যবহার: সকল ব্যাংকের প্রতিটি শাখার জন্য ইউনিক রাউটিং নাম্বার হয়ে থাকে, যা দিয়ে সহজেই একটি ব্যাংকের নির্দিষ্ট কোন ব্রাঞ্চকে সহজেই আইডিন্টিফাই করা যায় । ব্রাঞ্চ নির্ধারন ছাড়াও আন্তব্যাংক চেক ট্রান্সফার, চেক ডিপোজিট, ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার, অনলাইন পেমেন্ট, চেক ক্লিয়ারিং, বিইএফটিএন, এনপিএসবি, আরটিজিএস ফান্ড ট্রান্সফার ইত্যাদি ক্ষেত্রে ব্যাংক রাউটিং নম্বর এর উপযোগিতা অপরিহার্য।

নবীনতর পূর্বতন