রাউটিং নাম্বার জানার উপায়:
আপনার পরিচালিত ব্যাংক হিসেবে রাউটিং নম্বর জানতে নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন:
কল সেন্টার: সংশ্লিষ্ট ব্যাংকের কল সেন্টার বা গ্রাহক সেবা কেন্দ্রের নম্বরে যোগাযোগ করে রাউটিং নম্বর জেনে নিতে পারবেন। আপনার ব্যাংকের কল সেন্টারে তথ্য পেতে এখানে ক্লিক করুন....
এমআইসিআর চেকবই: রাউটিং নম্বর সাধারণত ব্যাংক চেকের পাতায়, চেক নম্বর এর বাম পাশে ৯ ডিজিটের ব্যাংক রাউটিং নম্বর মুদ্রিত থাকে। এমআইসিআর (ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডেবল) চেকের পাতায় যথারীতি বাম দিকে উপরের অংশ বরাবর ৯ ডিজিটের রাউটিং নম্বরটি মুদ্রিত থাকার পাশাপাশী চেকোর পাতার সিগনেচার লাইনের নিচে অ্যাকাউন্ট নম্বর, চেক নম্বরের পাশাপাশি রাউটিং নাম্বারটিও মুদ্রিত থাকে।
শাখা বা উপ শাখা: সংশ্লিষ্ট ব্যাংকের নিকটস্থ শাখা বা উপ শাখা ভিজিট করে রাউটিং নম্বর সম্পর্কিত তথ্য পেয়ে যেতে পারেন সহজেই।
রাউটিং নাম্বারের ব্যবহার: সকল ব্যাংকের প্রতিটি শাখার জন্য ইউনিক রাউটিং নাম্বার হয়ে থাকে, যা দিয়ে সহজেই একটি ব্যাংকের নির্দিষ্ট কোন ব্রাঞ্চকে সহজেই আইডিন্টিফাই করা যায় । ব্রাঞ্চ নির্ধারন ছাড়াও আন্তব্যাংক চেক ট্রান্সফার, চেক ডিপোজিট, ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার, অনলাইন পেমেন্ট, চেক ক্লিয়ারিং, বিইএফটিএন, এনপিএসবি, আরটিজিএস ফান্ড ট্রান্সফার ইত্যাদি ক্ষেত্রে ব্যাংক রাউটিং নম্বর এর উপযোগিতা অপরিহার্য।